এই জিনিসটা রাখার মতো কোন আলমারি
জগৎ সংসারে নেই, না আছে কোন সিন্দুক
দুইয়ের সমন্বয়ে তার অবশ্যম্ভাবী জন্ম হলো
এই সদ্যজাত জিনিসটা একটাই
অথচ দুটো বিমূর্ত পাত্রে রেখেছিলাম।
সর্বদ্রষ্টা ব্যতীত কোনো সাক্ষী নেই;
এই জন্যই তোমার ফিরে যাওয়া?
যখন সূর্য ডুবে যায়, তখনও পৃথিবী থামে না
জনপদ যে মুহূর্তে জ্যোৎস্নায় মুড়ে যায়
জাগতিক কর্মচাঞ্চল্য থেমে যায়
তখন একবার বিমূর্ত পাত্রের ঢাকনা সরিয়ে দেখো ।
আমরা প্রত্যেকেই নিয়তির হাতে বাঁধা
তুমিও; অনাগত সেই দিন আমরা কেউই জানি না।
প্রেম সবসময় ইতিহাস হয় না
অথবা কোন প্রতারকই কখনো প্রেমিক হয়নি;
'পথের দাবী পথেই মুছে যাবে' ভাবনাটা
তোমার নীরবতার কৌলিন্য কলঙ্কিত করবে ।
আমি চিরকালই পথিক ছিলাম, আজও আছি
সামনেই অপরিমিত সংকট
অথচ তার পরেই পথটা কত প্রশস্ত!
০২-১১-২০১৯