আরও দূরের সিমানা ছাড়িয়া
আশা-নিরাশার ছায়া মাড়িয়া
জীবন বাহনে চড়ে,
নিশি-দিন তুমি যত পথ যাবে
পথিকের বেশে জীবন পোহাবে
এই পৃথিবীর গড়ে ।
প্রকৃতির কোলে সবুজ কোলাজে
পলিভরা তার গ্রামের সমাজে
মায়ায় বিছানো ভুমি
মনে ভরে আছে দিন-ক্ষণ গুলি
যোগ-বিয়োগের হিসাব মামুলি
কখনো ভেবোনা তুমি।
আমার বিতানে আগুনের শিখা
জ্বলে ওঠে দেহের রক্ত কণিকা
অপশাসনের মুখে,
শত ব্যস্ততার আবরণ ঠেলে
ব্যস্ত পৃথিবী জুড়িয়ে গেলে
ভেসে ওঠে এই বুকে।