একবার পাহাড় ছাড়িয়ে পর্বত দেখেছিলাম
আমি তার নৈসর্গের বর্ণনা দেবো না।
শুধু বরফের শুভ্রতা আর হিমপ্রবাহ
পাহাড় ডিঙিয়ে যাওয়ার প্রয়াস
আমার কখনো চোখে পড়েনি।

তারপর সমতলের বৈষম্যে এসে পড়লাম
আমার সাথে ছিল পাহাড়ি যুবা
চাঁদাবাজির পর্ব পেরিয়ে এলে,
পাহাড়ি যুবা আমার সম্মানে হাসলো
আমি তখন যতটা অসহায় হয়েছিলাম
স্মরণ অতীতে আর হ‌ইনি।

পর্বতের নিঃসঙ্গ নীরবতায় মায়া লাগে
হারাতে ইচ্ছে করে ধসে যাওয়া
কোন পাহাড়ের সুড়ঙ্গে।

২০-১২-২০২০