ঠিক একটা প্রশান্ত নদীর মতো
নীল আকাশের ঐতিহ্যে ভেসে
যেন এক টুকরো শারদ মেঘ ।

কাব্যের নির্মলতা ধরে হাঁটলাম ঠিকই
কবিকে পড়তে পারিনি এক বর্ণ‌ও
বিপ্লবের রসায়নে জনক্লান্ত পথিক
দেখতে পায় নৈঃশব্দ্য প্রবাহ ।

খানিকটা অনুভব নিয়ে ভাবি
অনেক শান্ত নদীর উচ্ছ্বলতা কম
কিন্তু গভীরতা অনেক ।

২৭-০৮-২০২২