এ নদী কোনো আনকোরা সঙ্গীত নয়
আকাশের মুখ প্রতিবিম্বিত অন্তরে
তার, ছোট-বড় নাউ দেহের উপরে
চিরায়ত ঢেউ ভাঙে নিজস্ব কলায় ।

গঙ্গা-যমুনা হোক বা মেঘনা-তেতাস
পাড় ভেঙে বেবাক লোকের নিঃস্ব করে
আপন খেয়ালে গড়ে ওপারের চরে
সেখানেও লেখা থাকে কতো ইতিহাস ।

প্রকৃতির কত রূপ কতটুকু জানি?
স্রষ্টার মহিমা জানি তার চেয়ে কম
প্রকৃতির বিরোধ করে বড়ো নির্মম
যেমন পাইনি আজ‌ও তিস্তার পানি ।

বিধির বিধান মতন না চলো যদি
ঠিকই শুকিয়ে যাবে তোমাদের নদী ।