অপেক্ষা করছিলাম অন্ধকারের গহীনে
একটুখানি কান্নার অবসর মিলবে না?
এ বাড়িতে অকারণ কান্না তীব্র ভাবে মানা
অতিরিক্ত নন্দনেশায় আমি আর বাঁচিনে!
এখানে স্বপ্নের পরিধি মধ্যরাতে বিস্তৃত
ভৌগোলিক রীতি ছেড়ে সকাল দেরিতে আসে
স্রষ্টার বিধি ঘুমায় মৃত অন্তরের পাশে
আমার মুনাজাত আভিজাত্যে মুখ আবৃত।
দৈর্ঘ্য-প্রস্থে স্বামীগৃহ পুরোটাই আধুনিক
ধর্ম পালে;যেটুকু লাগে বিনোদনের হিতে
বাকি সবটাই চলে যা ধর্মের বিপরীতে
আমি এই হাবেলির বধূ ? ধিক্ শত ধিক্।
যেখানে যেভাবে চললে পাবো আমি নাজাত
সেভাবেই কবুল করো আমার মুনাজাত।
২০-০৯-২০১৯