কাহিনি তীব্রভাবে সত্যের সমান্তরালে দাঁড়ালে,
উপলব্ধি অনুভূতি চলে যায় মনের আড়ালে
তখন একাকী নিঃসঙ্গ নীরবতায় জেগে ওঠে
অতৃপ্তি; মৃত সংলাপ অশৃঙ্খলতায় নামে ঠোঁটে।
কাহিনির পথ যত সুন্দরই হোক, তা সত্যের
চেয়ে সোজা নয়;আয়নার মতোই লাগে মিথ্যের
চর্চা। প্রজন্মান্তরে মূল্য পায় কাহিনির সংলাপ
এভাবেই সময়ের ঘোরে ঘটে কত যে বিলাপ!
মহাকাল সাক্ষ্যবহ রামায়নের কাব্য-কাহিনি
কাহিনি আজ প্রমাণ চাই না, চাই সেনাবাহিনী
সুস্থ সম্প্রীতি, আইননামা মলাটের নীচে থাকে
অনধিকার অধিকার বিলায় যাকে ইচ্ছা তাকে।
কল্পকাহিনি কোন দর্শনে আজ বেদবানী হলো?
বিবেক ঘুমায়নি যার, একটি ভেবে দেখি চলো।