কোন সমাজের অহঙ্কারে
বলছো এসব মুখের পরে
ভাবলে না একবার,
যে সমাজের সুমুখ পানে
অত্যাচারী আঘাত হানে
হয় নাকো বিচার।
সেই সমাজের অন্ধকারে
ডুব দিয়েছো বারে বারে
বন্ধ তোমার চোখ,
সেজদা গৃহ ভেঙেছে আজ
মাথায় এখন পড়েছে বাজ
মন ভরেছে শোক।
যখন আমি বলতেছিলাম
দাওনি তুমি সামান্য দাম
আজও তুমি বসে,
ভাবছো তুমি উল্টে দেবে
এ ভুল তুমি সামলে নেবে
হিসাব করে কষে।
অনেক সময় পেরিয়ে গেছে
এর পরেও থাকলে বেঁচে
ঈমান নিয়ে ভাবো,
মহান প্রভুর মদদ বিনা
উথাল ঢেউয়ে পার হবে না
উল্টো পথে যাবো।
এই বিপদে পাইতে নাজাত
কবুল করো শেষ মুনাজাত
ওগো মা'বুদ তুমি,
মাসজিদের ঐ মিনার যারা
করল ভেঙে মাসজিদ হারা
বিচার কোরো তুমি।
০৬-০৮-২০