আমিই চেয়েছি তোমার পরনে শ্যাওলা রঙের শাড়ি,
আমিই চেয়েছি নীলাভ আকাশে রেশমী চুলের বাড়ি।
আমিই চেয়েছি সাগর ছাড়িয়ে অচিন পুরের ঢেউ,
আমিই চেয়েছি দুজন ঘরের বাসিন্দা হবে না কেউ।
আমিই চেয়েছি নজর মেলিয়া দেখতে দিগন্ত মেলা
আমিই চেয়েছি ভেলায় চড়িয়া বিলের পানিতে খেলা।
আমিই চেয়েছি যুগল নক্ষত্র রাতের আকাশ হতে
আমিই চেয়েছি কাণ্ডারী-তরণী ভাসুক নদীর স্রোতে।
আমিই চেয়েছি আঁধার নামুক গোধূলীবেলার পরে
আমিই চেয়েছি বিবাহ-বাসর তমাশা সাজানো ঘরে।
আমিই চেয়েছি জাগুক সকলে ঊষার ওঠার আগে
আমিই চেয়েছি সেজদা খোদার দিনের প্রথম ভাগে
আমিই চেয়েছি স্রষ্টার মহিমা খুঁজতে সৃষ্টির মাঝে
আমিই চেয়েছি বাঁচতে ধরায়, বাঁচতে আপন কাজে।
সবই যখন আমিই চেয়েছি কিছুই চাওনি তুমি
দুনিয়া জুড়ানো সুখের সন্ধান করতে বলেছো তুমি
তারই খোয়াব নয়ন জুড়িয়া রয়েছে তোমার চোখে
সরব-নীরব যেভাবে রয়েছো মনটা রয়েছে দুখে।
কালের চাদর সরবে যেদিন কিছুই পাবে না তুমি
মরণ উত্তর কী হবে উপায় ভাবিয়া পাইনি আমি।
শেষের কালটা আমরা দুজনে সরল পথের পরে
দুহাত তুলিয়া আল্লার নিকট কাঁদব দুচোখ ভরে।