জ্যামিতিক চাঁদার মতো কিছু কলঙ্ক নিয়ে
চাঁদটা দাঁড়িয়ে আছে নীল আকাশের গায়
ঠিক জানার মাঝখানে আমার দৃষ্টি দিয়ে
কেন অজানার ঢেউ ভেঙে দোলা দিয়ে যায়?
বিকেলের শেষ ভাগে বিয়োগের চিন্তা যোগে
কালের কোন অতীতে টানে অর্ধ জ্যোতির্ময়ী
কলমের নিরাময় তার ঔষধী প্রয়োগে
পূর্ণ যৌবনে সে হয়ে ওঠে যেন প্রেমময়ী।

তিথি নির্ণায়ক আকাশে ভাসে আদিম চাঁদ
কতকাল ধরে পৃথিবীকে ঘিরে আছো তুমি
পূর্ণিমা রৌশনে ভরে ওঠে দুনিয়ার ছাদ
একফোঁটা আলোর নেশায় নিশি জাগি আমি।
অমাবস্যায় হারাও তুমি। কোথা যাও চাঁদ?
নতুন মাস নিয়ে আসো তুমি বন্ধু নিখাদ।  

০৬-০৯-২০১৯