কালের পথ পরিক্রমায় কতটা এসেছি নেমে
সে হিসাব আজ বড়ো অসহায় দিন-মাস-সালে
প্রিয় নয় সময় সারণী প্রিয় সম্পর্ক হারালে।
কত বন্ধন শিথিল হয়েছে সময় গেছে থেমে।
মাইল ফলকে রেখেছি হাত আজই এই রাতে
আবার যাবো আগামীর উঠোনে সব ব্যথা ভুলে
খোয়াব ভেঙে স্বপ্ন গড়েছে হৃদয় উঠেছে দুলে।
আশা ভরে মানের গহিনে আলতামিরা গুহাতে।
মরশুমি বিনোদন সময়ের সাথে আসে-যায়
শেষ রজনীর রঞ্জনায় পৃথিবী ব্যাপিয়া আজ
সকলের মনে অকারণে যেন অনর্থক সাজ
বিদায় ব্যথায় কাঁদেনাকো হিয়া কোন মহিমায়?
আবারও আসবে সকাল পিছনে রেখে অতীত
গেয়ে নাও বন্ধুজন বছর শেষে অন্তিম গীত।