কর্তব্যের প্রতি মোড়ে
ভালোবাসার অসংখ্য রেণু
কখনো ঠোঁটের ফাঁকে
কখনো অনাকাঙ্ক্ষিত দৃষ্টিতে।

নিষিদ্ধ দরজার চৌকাঠে
যে মায়াজাল বিছানো থাকে
তার চেয়ে বেশি ভালোবাসা
কালো ছেলেটির পেশায়।


        ২

অনেকখানি জীবন
হারিয়ে গিয়েছে
বটের ছায়ায়
বোরো ধানের মাঠে।

মনের আকাশ খাঁ খাঁ করলে
ফিরে পাই শৈশব
হারানো সবুজ মাঠ।

        ৩

বলাই হয়নি সেকথা
নাতিশীতোষ্ণ এক ভোরে
সে ফিরে গিয়েছিল
সত্যি বলছি আমি কাঁদিনি।

লোকে বলে বায়বীয়
কিছু প্রতিষেধকের মতো
স্মৃতির পবিত্রতায় ক্ষত
প্রস্থানের ছায়ালোক।