আমি যে অঙ্গীকারে অঙ্কুরিত
তার কোন প্রতিলিপি নেই
হাঁটতে
হাঁটতে
নেমে এসেছি
ফর্সা আবরণে ঢাকা উপত্যকায়
সেখানে বিকেল পতিত হয়
কখনো অসাবধানে পর্দা উড়লে
ভয়ঙ্কর গোপনাঙ্গের আব্রু থাকে না।
পাহাড়ে হেলান দিয়ে শূন্যতায় কাঁদি
বৃক্ষের নিচে অদৃশ্যের কাছে চাই
কদাকার বুনোঝোপে বিবর্ণ কাল
ডানা ঝাপটায় গর্ভের অনুলিপি।
ক্রমশ
পিছনে
অতীত আসে
শ্রাবণের কান্নায় রৌদ্রপ্রতীক্ষা
খোলা জানালার ভাবনা মিশে যায়
স্মৃতিভ্রষ্ট প্রতিশ্রুতির কথকতায়।