স্থূল দৃষ্টি বুনো পায়রার সমাবেশ মাঝেই
ওরা ভালবাসলে আমি খানিকটা দর্শন
খুঁজে পাই। ভোরের রজনীগন্ধা বিচ্ছুরণ
ভালবাসি;এর মধ্যে কোন অনাসৃষ্টি নেই
জমির উর্বরতা মূল্যহীন বীজ ব্যতীত
সম্ভাবনার অলীক স্বপ্নে আজও বিভোর
অথচ পথ প্রায় শেষ, সামনেই কবর
হারিয়ে যাবে কতক যুগান্তকারী অতীত।
এখন বিকেল ডিঙিয়ে প্রাচীন সন্ধ্যা আসে
পূর্বসূরীদের কাছাকাছি যাওয়ার টান
প্রজন্মের কোলে কিবা করে যাবো দান—
আলো-আঁধারে শুধু এ ভাবনাই মনে ভাসে।
জীবনভর পরিধেয় আমার শতচ্ছিন্ন জামা
এটাই হবে সন্তানের আমমোক্তারনামা।
২৪-০৯-২০১৯