ধীরে ধীরে আকাশচুম্বী প্রাসাদ উঠেছে
ভুল করে ডেকেছি কতবার! বড়ো ইচ্ছে জানার
বিস্তর অনুরোধ করেছি তবু বলেনি কেউ
কোন পথটি আমার ।
বিশ্বায়ন এখন হাঁটে না, দৌড়ায়; হর্ন বাজে
আমিও পা মেলায় কখনো সখনো নিজ কাজে
সব উন্নত ঘর বাজার ধরতে ছোটে
প্রদর্শন করে তাদের পণ্যের সমাহার
আমি চাই জেনে নিতে— ঠিক কোন পথটা আমার।
কাঁচা-পাকা পথে সৌখিন নামের সরণি
কালের বাহন ছোটে দূর্বার গতি নিয়ে
আদিম সভ্যতাও হেঁটে গেছে এই পথ দিয়ে;
লণ্ঠন হাতে ছুটে গেছে কবে সুকান্ত রানার
বলেনি একটুও ভুল করে— ঠিক কোন পথটি আমার ।
সাগর পেরিয়ে পাহাড় ডিঙিয়ে বড়ো ক্লান্ত; চোখ বুজি,
হাতড়াই নিজস্ব আবাস, পথের ঠিকুজি।
তারপর রাত নামে দুনিয়ার খেলা শেষে
আমিও হারিয়ে যাই দিবাক্লান্ত ঘুমের আবেশে
ঘুম ভেঙে দেখি আমার জীবনে যাদের প্রবেশ মানা
তারা রেখে গেছে ঠিক আমার ঠিকানা।
৩০-১১-২০১৯