দ্রাক্ষারসে ডুব দিলে বিবেক আহত হয়
অফিসে চলে তার নিহত আত্মা সাথে করে
এক আকাশ কূট কৌশল আর কতিপয়
নীতিবাক্য; মাতাল সত্ত্বা ঢাকে শুভ্র চাদরে।
নৈতিক পাঠ ভোলেনাকো আহাম্মকের মতো;
অধঃস্তন কর্মী কিংবা অফিস বালক পেলে
শুধু নৈতিকতার বমি পায় অনবরত
বাঁধ ভাঙা বন্যার মতো গরল দেয় ঢেলে।

খাস কামরায় রতি খেলে আমলা সাধক
নারী অধিকার দিতে কোট-টাই পরা বাবু
রাতের আঁধারে তিনি হন সুন্দরী খাদক;
নিতান্ত ক্ষুদ্র বিষয় কেউ মনে রাখে বাপু।
ছোটলোক বলে শোন বড়োলোকের কাহিনী
অপরাধ ঢাকতে তার আছে শত বাহিনী

০৮-০৯-২০১৯