আমরা একটা পৃথিবী নামাবো যার
প্রতিটি পরতে থাকবে মিথ্যা সংলাপ
উর্বর ভূমি হবে সেটা শুধুই হিংসার
বিষে সজ্জিত একবিংশের অপলাপ
ব্যভিচার সুলভ হবে বিবাহ শক্ত
অনিয়মে এর জমি ও করবে চাষ
কাপুরুষ চুষে খাবে অবলার রক্ত
সেখানে শান্তির গৃহে অশান্তির বাস।
আমরা সেটা অনিশ্চিয়তায় সাজাবো
বাকি থাকবে শুধু অনিষ্ট হাসিমুখ
আর ধ্বংস অনুসারে বাজনা বাজাবো
ভুলে যাবো আমি জাগতিক যত দুখ।
আগামীর স্বপন নিয়ে যেভাবে ভাবি
সেভাবে আসবে এই নতুন পৃথিবী।
১৯-১০-১৯