সীমান্তের শেষ বাড়িতে
একবার এসো; এসো কিন্তু
শ্রাবণী কিছুদিন থাকবে
মরা গাঙের পাড়ে নাওটা...
এখন উঠোনের পথিক
লজ্জার
কয়েকটা
ধাপ
নেমে
আমি পাথর চিনতে পারি
হাতের দৈর্ঘ্য আর পাঞ্জা
পৌঁছতে পারেনি কখনো
নিশীথের শ্রাবণী জোৎস্নায়
বাওড়ের
উল্টো পথে
একাকি হাঁটি
শেষ হয় শুক্লা দ্বাদশীর রাত
আরও পিছনে থাকে মন্দাকিনী।
২৪০৭২০২০
(বি: দ্রঃ মন্দাকিনী চট্টগ্রামের একটা গ্রাম। কোন এক কবি গ্রামের স্মৃতিচারণা করলে আমি মন্তব্যে কবিতাটি লিখেছিলাম।)