তোমার জীবনে ঝড় হতে চাইনি
একে একে ভেঙে পড়ুক ডাল পালা পাতা,
ফোটার আগেই ফুল ঝরে যাক চাইনি
শীর্ণ নদীর মতন বয়ে যাবে মোহানায়
যদি কেউ চেয়ে থাকে থাক
আমি কিন্তু এমনটা কোনদিনও চাইনি।
পলাশরাঙা উজ্জীবিত বসন্ত হতে চেয়েছিলাম।
পাহাড়চূড়ার উচ্ছল ছলছল ঝর্ণা যেমন
পাথর নুড়ির বাধা ডিঙিয়ে এগিয়ে যায় তেমন।
দু ডানায় যত শক্তি আছে তোমায় নিয়ে
নীল আকাশে উড়ে যাব নিরপত্তার ঠিকানায়।
ছোট্ট আমাদের নীড় হবে
ছোট ছোট ইচ্ছারা সকালের রোদ্দুরে মিশবে
চাঁদের জ্যোৎস্না এসে ভিড় করবে কচি পালকে।
এমন আর হল কই!
ঝাড়বাতির আলো হতে গেলে ভুল ঠিকানায়
বহুতলের আবাস মাটির শান্তি এনে দেয়না;
নক্ষত্রেরা রাতেই ভাল জ্বল জ্বল করে
দিনের আলোতে নিরুদ্দেশ।
দলা পাকানো কষ্টের জমিতে পলাশ ফোটেনি!
পত্রহীন ক্যকটাস কাঁটায় ভরে গেছে
কেউ কেউ বলেছে দেরী হলেও ভুলগুলো
নাকি মনোহরা ফুল হয়ে ফুটবে কোন একদিন।