প্রতিদিন একটা ভয়ের মুখোমুখি
কিছু না বলে নীরবে ফিরে আসি
আকাশের আড়ালে না জানি কি আছে
অমৃত নাকি গরল আশীর্বাদ নাকি অভিশাপ।
প্রতিদিন একটা ভয়ের মুখোমুখি
ঝড়ের কাছে নদীর কাছে পাখীর ঠোঁটে
ফুলের কাছে মাটির কাছে শিখে নিই।
এগিয়ে যেতে হয় যুদ্ধং দেহি বলে।
প্রতিদিন একটা ভয়ের মুখোমুখি
মিথ্যের কাছে রোজ রোজ হারব কেন?
হক কথা সোচ্চারে বলব না কেন?
মৃত্যুর কাছে মাথা কিছুতেই নোয়াবোনা।
প্রতিদিন ভয়ের মুখোমুখি আর নই
এবার হাতে হাতে খুঁজে নিয়েছি শক্তি
কাঁধে কাঁধ জুড়ে গড়ে নিয়েছি বাঁধ
টুকরো টুকরো করে ফেলছি অন্ধকার।
চোখে চোখে রেখে চিৎকারে বলব
সত্যের হবে জয় মিথ্যার পরাজয়।
আজ নয় কাল সত্যের প্রকাশ হবেই হবে
পায়ে পায়ে ঠিক একদিন ভয় করে নেব জয়।