এই লাগ লাগ লাগ লাগ ভোট ভেল্কী।
ভোটে জিতলে মুখটা সিল্কি
পড়বে মুখে মিষ্টি মিল্কি
সাত পুরুষের বাহার পড়বে চল্কি।
যেমন ছিল চোখের জল
জনগণের হাঁড়ির হাল
আজ নয় সুদিন ফিরবে শুনি কাল
ফলবে সোনা তা্লে দিয়ে তাল।
দিন মাস বছর ফুরিয়ে যায়
আশার আলো ধূসর হয়ে যায়।
নটে গাছটি কেমন শুকিয়ে যায়
হায় হায় হায় পোড়াকপাল আমার ভাই।।
এবার মরলে জন্ম নেবো নেতার ঘরে
উল্কি এঁকে থাকব সুখে আরাম করে।
মাঝে মাঝে জায়গা বুঝে ছাড়ব কিছু বুলি
দৈন্য দশায় শিক্ষা দীক্ষা হাতে ভিক্ষার ঝুলি।
জেনে বুঝে চুপচাপ করে থাকি ঠাণ্ডা ঘরে
আমায় থাকে ঘিরে মাসতুতো ভাই চোরে চোরে।
উল্টো বাতাস দেখলেই পরে ভরে দেব জেল হাজতে
আমার বড় গলা জানবে চিনবে সবাই এই জগতে।।
এই লাগ লাগ লাগ লাগ ভোট ভেল্কী।
ভোটে জিতলে মুখটা সিল্কি
পড়বে মুখে মিষ্টি মিল্কি
সাত পুরুষের বাহার পড়বে চল্কি।
××× আজকের কবিতা সুধী কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের সৌজন্যে উৎসর্গীকৃত ।