ভোরের পাখী আর
কেন গায়ছেনা আর গান?
সে পাখী উদাস কেন
   কার প্রতি তাঁর এত অভিমান!

সেই গানেরই সুরে সুরে
কত বকুল ফুটত থরে থরে।
মৌমাছিরা গুণগুনিয়ে গায়তো গান মধুর স্বরে।
ভোরের পাখী উদাস কেন গায়ছেনা আর গান?

মাঝে মধ্যে মেঘলা আকাশ সব জীবনেই থাকে;
ঝরিয়ে দিয়ে বৃষ্টি এসো চেনা পথের বাঁকে।

গাও পাখী গাও আশাবরীতে গাও
দূরের দেশের নাবিক তুমি শিবরঞ্জনী শেখাও
ভোরের পাখী নীরব থেকো না তানপুরা হাতে নাও।




××× কবি ভোরের পাখীর সৌজন্যে আমার আজকের কবিতা  '' ভোরের পাখী"