বাঁকা হয়ে রোদ্দুর এসেছে জানালা দিয়ে
সবুজ ঘাসের শিশির ঝিকমিকিয়ে উঠছে
হেমন্তের ঘ্রানে ধানছড়ার সেকি আন্দোলন।
কারা যেন মনে মনে খুঁজে ফেরে কাহাদের
যারা ফিরে গেছে সময়ের অন্তরালে।
হলুদ পাখীর ডাকে ওরাও সবাই এসেছে
মঙ্গলদীপে অন্তর সলতে জ্বালিয়ে দিতে।
হাতে উঠে এসেছে চিরন্তনী মঙ্গল সামগ্রী
মন পাড়াতে পবিত্র ধূপের সুবাস ছড়ানো।
শুধু একটু বেসুরে বেজে উঠলো পূবের সানাই
আজ উপবাসের রক্ত যাবে পরীক্ষাগারে।
ঠিক তারপরেই আলো জ্বলে উঠবে মঞ্চের।
বাজবে শঙ্খ বাজবে উলু ধান দূর্বা ফোঁটা
মিষ্টি এক আনন্দ মুহূর্ত ছবিতে হবে আঁকা।