ভাবিনি মরে যাওয়া ভালবাসা কি করে ফিরে আসে
নদীর জলে ডুব দিয়ে দেখি সে এগিয়ে আসছে
এলোচুল বেসামাল আঁচলে এগিয়ে আসছে
হীরের মতন দাঁত ঝলসে উঠছে রোদের কিরণে
সন্দিগ্ধ দুচোখ ঠেলে বেড়িয়ে আসছে প্রাণপণে
হয়তো কিছু বলতে চায় আমায়।
শান্ত নদীর তীরে উঠে আসি যথেষ্ট দ্রুততায়
কোথাও তার কোন চিহ্ন বর্ণ কিছুই নাই।
শান্ত করতোয়া তেমনিই বয়ছে
মেঘের ছায়া বুকে নিয়ে এগিয়ে চলেছে
একটা পানকৌড়ি মুখে মাছ নিয়ে উড়ে গেল।
নদীর পারে একা একা ভাবছি তার মৃত্যুরহস্য।
এই বালুকারাশিতেই তার পায়ের চিহ্ন ছিল
আজ আর কিছু নেই হারিয়েছে কালের প্রলেপে
স্মৃতির সিন্দুকে এখনও রয়ে গেছে কি করে?
রোজ আসি আর ফিরে ফিরে চলে যাই।
নদীর কাছে শুনতে আসি তার কথা
যে বাতাসের শনশনে তার আর্তনাদ হারিয়েছিল।