পুরনো যা কিছু সব চলে গেছে
তবু ওরা আসে রৌদ্রছায়া মাখে;
জীবন অন্বেষণে মাঝেমধ্যে পাশে,
সময়ের মতো লুকায় চাঁদের ফাঁকে।
কে কি বলেছিল কে ছিল কার পাশে
কার কথা কার বুকেতে তীরের মত বেঁধে;
এত ভালোবাসা এত কলহ দ্বন্দ্ব জীবন জুড়ে,
কেউ কাউকে ছাড়ি না অমাবস্যা পূর্ণিমাতে।