এক কোন উৎসব কত আলোর ঝিলিক
তবু দেখি মৃত লাশের সব সারি
         নেই জীবন্ত মানুষের মুখ।

উৎসবে মাতবে বলেছিল যে কিশোরী
নিজেই বলি হয়ে গেল চিরতরে
        সে আর ফিরবেনা বাড়ি।

উৎসব হয়েছে শুরু চলছে ফিতে কাটা
এই পথ দিয়ে সে যাবে তাই
        চাকাগুল স্তব্ধ বাবুবাগান থেকে বাটা।

উৎসবের প্রাঙ্গনে বাজে ঢাক দল কাঁসর
সুরে তালে বড্ড বেশি বেমানান
        বুকে বেহালার স্বর বাজে নিরন্তর।

ওরাও আছে উৎসবে, চলছে পবিত্র অনশন
স্নিগ্ধতার প্রতীকে ন্যায্য বিচারের চেয়ে
        নির্বাণ তিতিক্ষায় উপবাস আমরণ।