খুব সত্যি কথা সব পুরুষ ধর্ষক হয়না
কেউ কেউ নারীকে মা বলে মেয়ে বলে,
কারোর কাছে সে হয়ে ওঠে প্রেমিক
কারোর কাছে হয়ে থাকে পরানের ভাই।
এটাও ঠিক সব নারীও সত্য কথা বলেনা
সত্য লুকানোর বৃথা চেষ্টা করে হাজার কৌশলে
প্রকৃত দোষীকে বাঁচাতে নেয় মিথ্যের আশ্রয়।
সেও কি তবে প্রকারান্তরে ধর্ষক!
একটা মেয়ে তাঁরই নিজের ঘরেই সুরক্ষিত নয়
নিজের ঘরেই নিজের মানুষ খুবলে খেয়ে নেয়।
তবু অনেক শ্রী'দিয়ে অদ্ভুত বচন শুনতে হয়
বাংলা নাকি নিজের মেয়ের ভালো চায়।
ধিক তাহাঁদের যারা পারেনা সুরক্ষা দিতে।
অথচ হাজার দেহরক্ষীতে তিনি সুরক্ষিত
এ আমরা কোথায় কোন প্রজন্মে কে জানে?
এই বুঝি অগ্রগতি আর উন্নয়নের ফসল?