একটা একটা করে প্রদীপ নিভতে চলেছে
হে শহর তুমি কি সবটা নিরীক্ষণ করছ
পাখীর চোখ যেমন দেখে ঠিক তেমনি করে;
শরীরের শক্তি ক্রমশ কমে কমে আসছে
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে
ব্যথিত বাতাসের কাছে খবর পেয়েছে
দৃঢ় চেতনার বহুদিনের সাক্ষী শহীদমিনার।
ওদের কথা বলা বারণ হয়ে গেছে
জীবনের গতি প্রতি মুহূর্তে সাইরেন ;
এবার বুঝি যাত্রাপালার বিবেক দিপ্ততায় গাইবে।
''একদিন যারা ন্যায্য বিচার চেয়েছিল
ফুলের মতন একে একে তারা ঝড়ে গিয়েছিল।
ধর্মতলা তুমি কি সে গান শুনে
নির্লিপ্ত থাকবে নাকি আগুন হয়ে জ্বলবে।