দাদী গল্প বলেছিল
আর আমি গল্প গোগ্রাসে গিলেছিলাম।
ঠিক অজগরের মতন।
এক অজগর রাতের অন্ধকারে
গাছের তলায় মাথার মণি খুলে রাখে।
তার উজ্জ্বল আলোয় শিকার করবে বলে।
অর্জুন গাছে আশ্রয় নিয়েছিল রাজপুত্র মন্ত্রীপুত্র।
সম্ভবত ওরা বেরিয়েছিল রাজকন্যার সন্ধ্যানে।
সাতসমুদ্র তের নদীর পার করে ওরা খুব ক্লান্ত।
সাথে ছিল ওদের দুধসাদা দুই পঙ্খিরাজ।
বিশ্রাম নিতে বেঁধে রেখেছিল গাছে।
অজগর দুই ঘোড়াকে নিমেষে গিলে ফেলে।
ওরা সবটা অবলোকন করে খুব নির্বিকারে।
আমি কিন্তু খুব রেগে যাচ্ছিলাম মনে মনে।
ওদের কাছে তরোয়াল আছে কি জন্য।
কেটে ফেলুক অজগর খান খান করে।
দাদী ঘুমিয়ে গিয়েছিল পরেরটুকু শোনা হয়নি।
আরও কোনদিন শোনাও হবেনা।
দাদীর সেই ঘুম আর ভাঙেনি।
জানা হলনা রাজকন্যা উদ্ধার হোল কিনা
গল্পের শেষ কেউ যদি জেনে থাকেন বলবেন!
তানাহলে আফসোস রয়ে যাবে আমরণ।