যখন হন্নে হয়ে তোকে খুঁজেছিলাম
অনেক দ্বন্দ্ব বাধা বিপত্তি চড়ায় উৎরায়
কছুরিপানার মত সরিয়ে আকাশে ধরা দিলি।
বুকের ভিতর দলা পাকানো অভিমান গলে গেল।
নিস্পাপ নীল চোখে উৎসুক সূর্যের আলো
পড়শিরা সব ফিসিফিসিয়ে বলে গেল
       এই বেশ ভালো হল।
আশ্চর্য তোর ভীতরে আমার আমিকে পেলাম
ডাকলেই সাড়া পাই সুদূর দিগন্ত থেকে
শুনলেই ছুটে আসিস নিস্তব্দ দুপুর যেন
অদম্য ইচ্ছাগুলো কি করে পুষে রাখিস
      যত্নের স্বপ্নের মনের চালচিত্রে।

অভিমান আমারও কুয়াশায় মুখ বড় অস্পষ্ট
হয়তো ভুল... তোকে ডাকতে শেখাইনি
একান্ত তোর ডাক ছিল আকাশ দেখার ছলে
আঁকিবুকি কত কি কল্পনা রূপকথা লেখনী
এমন কেন? অনেকদিনের আজন্ম প্রশ্ন?
চকিতে বিদ্যুৎ খেলে, বিনামেঘে বজ্রপাতের মতন।
আমিও তাঁর প্রতি ছিলাম এমনই উদাসীন
বিবর্তনের জীনে প্রকাশ সদা সত্য উদঘাটন
তাইতো কান্না আসেনি তাঁর শেষ নাটকের দৃশ্যে।