"কে বলে গো এই প্রভাতে নেই তুমি"
তুমি আছো কাশফুলের দোলন দোলাতে
উঠোন ভরা শিউলি ফোটা ভোরের বেলাতে
সাহস যোগান দিলে রাত দখলের রাতে
আট থেকে আশির প্রতিবাদী শিরদাঁড়াতে।
দীপ্ত মোমের আলোয় পথ চিনিয়ে দিতে /

তোমায় চিনতে হয়নি ভুল
তুমিতো সেই নির্ভয়া তুমিই তিলোত্তমা...  
কে বলে গো এই প্রভাতে নেই তুমি...

তুমিই লক্ষ জনে তুমিই বিশ্ব মনে
কি তোলপাড় কি তোলপাড়;
তোমার মৃত্যু চিনিয়ে দিয়েছে
রক্ষকই আজ ভক্ষক নরাসুর...
তোমার নামেই দ্রোহ রাত্রি ভোর
মিছিলে মিছিলে জেগেছে জোয়ার
তোমায় মেরেছে যারা ভয় পেয়েছে তারা
একী তোমার রুদ্ররূপ তুমি যে ভীষণ ঝড়...

তোমায় চিনতে হয়নি ভুল
তুমিতো সেই নির্ভয়া তুমিই তিলোত্তমা...  
কে বলে গো এই প্রভাতে নেই তুমি...