সবই ছিল সাদা লাল নীল রঙের বাহার
তবু কি যেন অভাব ছিল
বুঝতেই পারছিলাম না
তোমার হাতে সুতো ছিল
মালা গাঁথা হল ঈশ্বর সেই ফুলে পূজো পেল ...

সারা শহর জুড়ে ছিল আলোয় আলোয় ভরপুর
তবু যেন কিসের অভাব ছিল
পাদপ্রদীপ এর নিচে যেমন অন্ধকার থাকে
তোমার চোখে ছিল অপূর্ব আলো
শহরের টুকরো টুকরো আধার দূর হয়ে গেল...

অনুষ্ঠান মঞ্চে হরেক রকম বাদ্যযন্ত্র সাজানো ছিল
মন খুতখুত করছিল কিছু অভাব আছে
সব আয়োজন কি তবে বৃথা যাবে
সুরের দেবীর মতো তুমি এলে
ঝঙ্কারিত জাদু কন্ঠে বেজে উঠলো বসন্ত বাহার...

শস্য শ্যামল দেশে মানুষগুলো বড় কষ্টে আছে
সব থাকা সত্ত্বেও ওদের খুব অভাব
কিছুতেই যেন ওরা খুশি হতে পারেনা
ছলে বলে কৌশলে যারা ওদের খুশি চুরি করে
তুমি অগ্নিদীপ্ত হয়ে ওদের শৃঙ্খলিত কর;