এ যেন সেই আরব্যরজনী গল্প
তীর ছুঁয়ে ছুঁয়ে যায় সমান্তরাল ঢেউগুলো;
পাখীরা সাদা ডানায় ডানায় খবর আনে;
দূর থেকে জাহাজ ভেসে যায় দুরান্তরে;
শব্দ তার কানে ফিরে ফিরে আসে।
মন কেমন উরাল দেয় মেঘের নীলে
তুমি যদি পাশে থাকতে,
ভিজে বালিতে ফেনা নোনাবালির উষ্ণীষ;
আমরা ঝিনুক কুড়াতে কুড়াতে মোহানায় যেতাম।
সন্ধ্যা হলে পাখিদের মতন
বাড়ি ফিরবার কোন তাড়া থাকতনা।
তুমিই যে আমার ভালবাসার ভালো বাসা।
বলি বলি করে তোমায় বলা হয়নি
কাল চিলেকোঠার ঘরে পাখীর বাসা দেখেছি;
হৃদয় তন্ত্রীতে পুরনো দিনের গান বেজে উঠল।
সে পাখীর নাম জানিনে,
আগ কখনো দেখিনি।
ছবি তুলতে পারলে তোমায় পাঠাবো।
রুপালী আলোর ছটা এখন কালো মেঘ চুলে;
বুকের ভিতর কেমন চিনচিন করা ভাব।
বুঝলাম, বাসা আমার আছে বটে
কিন্ত ভালবাসা কম পড়েছে
সেই তুমি নেই বলে।