তুমি আগুন হও একরাশ ছাই হবে
বাতাস তোমায় উড়িয়ে নেবে।
তুমি কলম হও কবিতা হবে
কাগজের নাও ভাসিয়ে নিয়ে যাবে।
তুমি মাটি হও সবুজ অরণ্য হবে
পাখীরা নিরাপত্তায় বাসা বুনতে থাকবে
তুমি পুড়তে চাইলে পুড়তে পারো
যদি হয় ফিনিক্স পাখী আবার আকাশে উড়বে।
তুমি স্বপ্ন দেখতে দেখতে নকশিকাঁথা বুনতে থাকো
একদিন সবাই সেই আসরে গান গাইবে।
তুমি মাটির গভীরে প্রাণের বীজ বুনে যাও
মাটি বলবে একদিন রূপকথার কাহিনী।
মনে প্রাণে বিশ্বাসের মেরুদণ্ড ঋজু রাখো
সেখানেই দিনের রোদ্দুর রাতের জ্যোৎস্না;
তুমিতো জানো আলোর সরলরেখা
তাই আসমুদ্রহিমাচল জাগবে সে বর্ণপরিচয়ে।