ওরা আঁধার ঠেলে আমাদের আলো এনে দেয়
ওদের হাতের জাদুতে পেট ভরে ওরা মায়াময়;
টিপটপ হাসিমুখ মালকিন মালিকের বিদ্রুপ সয়
মাস গেলে পায় খুদকুঁড়ো খায় পরিবার সামলায়।

রানী রানী রানী রাঁধতে শেখেনি
দেখায় গরিবি আর মনেতে আম্বানি।
যেন কি জমিদারী ছড়িয়ে দিলেন আমানি
চাখলাদার চেখেই বলে কি ভালো ডাল মাখানি।

রাজা রাজা কি করে খাও রোজ খাজা
দেশে সবার আজো খিদে মেটেনি রাজা।
ঠাণ্ডা ঘরে টাকা মজুত পাঁজা পাঁজা
তুমি বলেছিলে আনবে দিন সাচ্চা তাজা।