কালি লেপে লেপে দাও সাদা প্রাসাদে
দুরন্ত আক্ষেপে জেগে উঠবে দানব।
বুক চিতিয়ে চেয়েছ যখন মুক্ত সকাল
শাসকের গুলির সমুখে অসহায় নয় মানব।
জানি জানি ঠিক প্রত্যাশা মতন
আঁধার কেটে সকাল আনতে চেয়েছ।
যত ভুল সব ক্ষমা করেছ হাসিমুখে
সাদা পাল তুলে নাও বুঝি ছেড়ে দিয়েছ।
আমরা যখন জাগি তখন সুনামি হয়
বজ্ররব শুনে পাহাড় আতঙ্ক ছড়ায়।
আমাদের চলার পথে দুর্বার নদী ধায়
তলোয়ার দিয়ে বন্যা কি রোখা যায়?