বিষণ্ণ এক সকাল রক্ত মাখা পথ
কেউ কাউকে যেন আর চিনিনা।
এই দেশ আমার বলতে বড় সঙ্কোচ
ওদের চিনিনা ওরা বড্ড বেশি অচেনা।

প্রয়োজন ছিল ভালবাসার তাই তুমি এলে
প্রয়োজন ছিল জানবার তাই খুঁজি অবিরল।
প্রয়োজন আজ ফরিয়াদের তাই মুখোমুখি আবার
প্রয়োজন আছে আগুনের দ্রোহ হবে দাবানল।

আমি তোমারি দহনে পুড়তে চাই
বিরহ ভাবনায় কাব্য কথা শুনতে চাই।
হাজার রাত্রি ছিলাম অপেক্ষায়
চন্দ্র জোছনায় জোনাকি কী পথ হারায়।