ভয়টাকে যদি বর্ম বানায়
চিৎকারে যদি প্রতীকার চাই।
চোখের আগুন দাবানল হয়
তবে অসতেরে ভাসানে পাঠাই।
সাত হাঙরে রাত্রি জুড়ে মাছ খেল
একা শুধু পাঁকাল মাছের জান গেল।
সবুজ একটা গাছের মতন কবিতা চাই
শত দুঃখে বাতাসী চামর দোলনা চাই।
কেউ না থাকুক আমি আছি
আজীবন ছায়া দিয়ে সাথী;
তোমার সাথে তোমার পাশে
নিবিড় হয়ে নিঃশ্বাস প্রশ্বাসে।
জীবনে মরনে তোমাকে চাই
আলো আঁধারে তোমাকে চাই
বৃষ্টি খরা সাগর অরণ্যে তোমাকে চাই।
ঘরে ফেরার টানে তোমারি গান গাই
প্রতিবাদী রাতদখলে তোমাকেই পেতে চাই
আগামীর দিনবদলে সাথী নিবিড় সখ্যতা চাই।