আমার ভালবাসার এই প্রাণ শহরে
মাঝে মাঝেই হারিয়ে যায়
খুব একলা হতে ইচ্ছে করে...
আমায় একলা থাকতে দিলে কই
চোখে যখন চোখ পড়ে
দেখি আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছো তুমি।।
জানি রাত্রি সেশে আসবে দিবস যামী
সুখের সাথে পিছে প[ইছে দুঃখ আসবে ঠিকই।
থমকে গেলে চলবে?
দিগন্তে সূর্য ঠিক উঠবে।
সবার শুভ ইচ্ছায় সুস্থ হয়ে উঠবে কবি।
দেখছনা সকালের এসেছে তোমার খবর নিতে
''পরিতোষ আজ কেমন আছো''
একটু ভালো নিশ্চয়।
ফাগুন মাসে আগুন লেগেছে বুঝি
মনের অলিগলিতে চলছে খোঁজাখুঁজি ।
ফেলে আসা দিনগুলি সামনে সোজাসুজি
সে বুঝি সামনে এলো খোঁপায় পলাশ গুঁজি।
একটা সময় ছিল মনের সাথে ভীষণ যোঝাযুঝি
এই এলি তুই বুঝি তাই দরজা খুলে রাখি রোজই।