১।
আজ নতুন সূর্যটা উঠলেই
দিনের আলোটা ঠিক ফুটবে।
আবার পাখীরা সব গাইবে
সুখের বাসাটি তারা বাঁধবে।
স্বপ্নটা বুকে গুঁজে রাখলেই
আলোর পথটা ঠিক চিনবে।
সাদা কালোর ফারাকটা বুঝলেই
মিথ্যের মুখোমুখি দাঁড়াবে।
২।
সূর্যের কাছে শিখেছি সৃষ্টির গান গাও
আগুনের কাছে বুঝেছি অহংকার পোড়াও
নদীর কাছে জেনেছি সবুজ ছড়িয়ে দেওয়া
তোমার নীরব ভাষায় ভালবাসতে চাওয়া
ধর্ম ধজ্বায় গণতন্ত্র চুরি দেখতে পারিনা
ছদ্মবেশীর মুখোশ মুখে রাখতে দেবনা।
৩।
কি আর হবে শেষের দিনে
বাজিয়ে তোমার ডুগডুগি।
এবার তুমিও বুঝবে ঠ্যালা
সারাজীবন আমরা যেমন ভুগি।