যতই তুমি চাও
পাখী খাঁচায় বন্দী থাকেনা।
তাঁর চোখেতে আকাশ নীল
আঁকছে ছবি নিরন্তর।
সে'যে উড়তে চায় বাতাসে মেলবে ডানা
তুমি চায়লে তাঁরে
শরীর শুধু থাকবে খাঁচা্র ভিতর
বন্ধু, কিছুতেই তাঁর মনটা পাবেনা।
পাল্টে যাচ্ছে ভাবনা
পাটনা থেকে পাবনা।
কি যেন সব উল্টো পাল্টা
কুমির পেয়েছি কেটেছি যখন খাল্টা।
আলো বলে দিচ্ছে অন্ধকার
মানুষ বলছে চায়না এমন আর
যেমন ছিলাম থাকব তেমন সবাই মিলে
সাদা কালোয় একই আকাশ তলে।
চলুক এভাবেই আগামীর গান
পলাশের নব ছন্দে সুরে।
সামনে পথ চড়ায় উৎরায়
যেতে হবে নতুন দিনের ভোরে।
মানুষ আছে কত রকম
ডাইনে বামে উত্তরে আর দক্ষিনে
নানা ভাষার নানান চলনে
মানুষ থাকে মানুষের কল্যাণে
উঁচু নিচুর বিভেদ কেন
উত্তর পেয়েছি স্বার্থপর গর্জনে।