আমি শুধু তোমায় খুঁজে ফিরি
ধীরে ধীরে নদীর তীরে ভিড়ি।
কেউ বলে আহা কি মুখের ছিরি
আমি বলি কি সুন্দর মুখশ্রী।
রেখে দিয়ে এলাম তোরে
তিলে তিলে গড়েছিলাম এতদিন ধরে।
সুখে থাক তুই প্রাণ বন্ধুর ঘরে
উমা যেমন আসে আসিস আমার দোরে।
ধৈর্য দেখে মায়ের অবাক হয়ে গেছি
একটু আনন্দ নিতে ঠায় বসে আছে।
জীবনপুরের শেষে তোমার তুমিতে রচি
সুবাসে সুভাষে হেসে আজো সে বাঁচে।