তোমার আকাশ জুড়ে জেগে থাকে হাহাকার
বাতাসের কানে কানে খবর স্বজন হারাবার।
শহীদ কি চেয়েছিল এমন দেশ
দিনে দিনে বাড়বে পাহাড় ক্লেশ
দানবের হুঙ্কারে হয়ে যাবে চুপ, নাকি চিৎকার।

ফেলো কড়ি মাখ তেল তুমি কি আমার পর
চাঁদের জ্যোৎস্নায় ভিজতে দাও সূর্যের কর।
নাচবে গায়বে তুলবে ছবি
ফিরবে ঘরে অস্তে রবি
রাত আকাশে নক্ষত্রেরা ঝিকিমিকি ঝর্ঝর।

আশায় আছি আসবে ফিরে আমার কুঁড়ে ঘরে
রোজ সকালে ঘুম ছুটে যায় কর্ণফুলির তীরে।
সাঁঝের উঠানে জমাট অন্ধকার
চেনা ফুলের গন্ধে কী তোলপাড়
মনের কোণে বাঁশি বাজে বৃন্দাবনীর সুরে।