অপরূপ শব্দ সম্ভারে সালাঙ্কারা
তোমার সে নির্ভীক লাস্যময়ী।
তাঁরই তরেই বেদুইন দিশাহারা
এসো রিক্ত জীবনে হও সর্বজয়ী।

আকাশের নীল তোমায় খুঁজে ফেরে
সূর্যের প্রথম আলো আছে অপেক্ষায়।
লক্ষযোজন পথ এলে বুঝি উড়ে
নিস্পাপ জারুল কিছুকথা বলতে চায়।

বুকের ভিতরে সে যেন গুমরে কাঁদে
এখনো যে তাঁর স্বপ্ন হয়নি পূরণ।
চোখের ঝরা রক্ত প্রতিবাদী খাদে
অন্ধ আইন চাও আর কত রক্ত ক্ষরণ?