হারমনিয়ামে এখন তেলাপোকার বাস
রাত্রি হলে ওরা বেড়িয়ে পড়ে অভিসারে।
শুঁড় বুলিয়ে সুর খুঁজে নেয় অতি সংগোপনে
তখন তোমার নূপুর বাজে আমার ভিতর ঘরে।

বুকের ব্যাল্কনিতে প্রিয় ফুলের চাষ
ভুলগুলো সব ফুল হয়ে ফুটে থাকে।
হৃদয় জুড়ে তখন মধু বসন্ত সমাগম
যদি তুমি আসো পলাশ ফোঁটা পথের বাঁকে।

রাত গভীরে বার্তা আসে ঘুমের এসেমেসে
চাঁদের মুখে মেঘ ভাসে তোমার পরশ পেয়ে।
একটাই শুধু আফসোস জানিনা কি ছিল দোষ
ঘুম ভিক্ষা ক্যপ্সুলে সর্বনাশের রাস্তা চেয়ে।