তোমার মনে আমার ঘর
তাও কি করে হই যে পর
ও নদীর দেশের মেয়ে
একবার তুমি দেখো চেয়ে
তোমার তরে নাও গড়েছি
রঙিন পাল উড়িয়ে দিয়েছি
অভিমানে আর রেখোনা দূরে
বরং এসো প্রেমের গান
          গাইবো দ্বৈত সুরে।

মানুষ ধর্মহীন হলে বোধহয়
পৃথিবীর উন্নতি সাধন হতো।
এই পৃথিবীর কি কোন জাত আছে
এই বৃষ্টি এই মেঘ মাটি পাহাড় নদীর,
তবে কেন মানুষ করে ভেদাভেদ
নিজেদের ভিতর গড়ে বিদ্বেষ
এর পরিনাম যে ভীষণ রকম ক্ষতি
মানুষের কবে হবে সেই সুমতি।


মানুষের পাশে দাঁড়াও
তাঁর কান্না হাসিতে সামর্থ্য অনুযায়ী
হাত বাড়িয়ে বলতে হবে আমি আছি
দেখবে বরফের পাহাড় গলে গেছে
উছল নদীর মতন সম্পর্কে স্রোত
অবিরাম সে কল্লোলিত ।
সবাই যে আমরা এক সাথে
মহা মোহানায় যাবো ।
আমরা যে একই পথের যাত্রী।