স্বার্থপরতার ফসল এই যুদ্ধ
আমি খাবো আমি পড়ব
বাকি সব মরে মরুক
আমার তাতে কি?
আমি বেঁচে থাকব
আদি অনন্ত কাল ধরে।

কে আমার কি করবে
আমি আছি নিরপত্তার ঘেরাটোপে
হাসছি খেলছি আঁকছি গাইছি
আইন আমার হাতের মুঠোয়
আমার মতন করে বদলে নিচ্ছি আইন
আমি ঈশ্বর দেবী আগুনে আমার জন্ম।

ওরা কি বোকা না খেলে কি জীবন বাঁচে
আমার টোটকা অন্তরে বুঝে নিস
পৃথিবীর যত দুখ মুখে এঁকে নিবি
সব সময় থাকিস আলোর বৃত্তে
সাফল্য আসবেই চারপায়া যুক্ত আসন
জনতার পূজায় হতে যদি চাস মহামানব।