সত্য বাস্তব ।
নেতা মই খুঁজে বেড়ায়
জনতা যে সেই আসল মই
আয় ভাই আয় কাছে কাছে আয়
জনতা হয়  ন্যাতা, নেতা পেলে মই।

ঊল্টা পুরাণ।
সেদিন এসে গেলে সীতা চুরি হবে রাবনের হাতে
পূজা পাঠে যজ্ঞে সব্বাই উঠবে মেতে।
শিক্ষা স্বাস্থ্য যাবে চুলায় কোটি টাকা পূজার খাতে
জন গন থাকে থাকবে ভিক্ষার ঝুলিতে।

বাঁচার উপকথা।
দারুন দিনে আগমনী গানে
ছড়িয়ে দিলে সবার মনে প্রাণে।
শিউলি কাশের কবিতা স্বপ্ন আনে
কান্না ভুলে উথলে উঠি ফুলেল বানে।