কেউ কেউ ভেবেছিল মৃত্যুতেই সব শেষ
নীল সাদা সরোবর হয়ে গেল লালে লাল।
ভেবেছিল শেষ হল সকল হিসেব নিকেশ
মৃত লাশ সাক্ষী দেয় এযে ঘোর কলিকাল।
কেউ কেউ ভেবেছিল মৃত্যুতেই সব শেষ
সাধের দেওয়াল ভেঙে করেছে প্রমাণ লোপাট।
সত্যটাকে ঢাকতে মিথ্যে কত পরিখা কেটেছে
কিন্তু শেষে লাশের গন্ধ খুলেছে লৌহকপাট।
কেউ কেউ ভেবেছিল মৃত্যুতেই সব শেষ
গঙ্গাজলেই কাজ হবে সময়টা শুধু শনলনা।
তড়িঘড়ি অশ্রু বিনায় পুড়ল মেয়ে চিতায়
চিতার ছাই চিৎকার করে, বিচার চাও ঘুমিওনা।