সূর্য সোনা রোদ্দুর পেলে
পাখনা মিলবে নীল সীমানায়,
এগিয়ে যাবে উজান ঠেলে
সঠিক পথের নিশানায়।
ওরা শাজানের বাচ্ছা জীবন জুড়ে কেচ্ছা
মাথায় ওর হাত রেখেছে নয়নমণি...
সবই জানেন তবু বন্ধ চোখের মণি
তলে তলে থরে থরে বিশাল টাকার খনি...
এই বেলা চল সুযোগ বুঝে পালাই
তা নাহলে পাব্লিক দেবে ধোলাই ...
এই কদিনে জমিয়েছিতো মেলাই
চল এবারে আয়েশ করে বেড়াই।